শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমিক্রন মোকাবেলায় টিকা প্রস্তুতকারকদের টিকা তৈরিতে তোড়জোড়

আখিরুজ্জামান সোহান: [২] ইতিমধ্যে মডার্না, ফাইজার, জনসন, বায়োএনটেক নতুন ধরনের বিরুদ্ধে টিকা তৈরির কথা বলেছে। প্রয়োজনে নতুন টিকা তৈরির কথা বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও।

[৩] ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা বলেন, ওমিক্রন মোকাবিলায় প্রচলিত টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা গত শুক্রবার শুরু হয়েছে। নতুন ধরনটির বিরুদ্ধে টিকা তুলনামূলক কম সুরক্ষা দেয়, তাহলে এর অর্থ দাঁড়াবে, নতুন টিকা তৈরির দরকার রয়েছে। সিএনবিসি

[৪] ওমিক্রন মোকাবিলায় টিকা নিয়ে কাজ করছে জনসন অ্যান্ড জনসন ও মডার্নাও। সোমবারেই জনসন জানায়, নতুন ধরনটির জন্য টিকা আনতে প্রয়োজনমতো সামনে এগোবে তারা। এর আগে শুক্রবার মডার্না ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ বানানোর বিষয়টি নিশ্চিত করেছিল।

[৫] তবে মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেছেন, বিদ্যমান করোনার টিকাগুলো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস

[৬] ইএমএ নির্বাহী পরিচালক এমার কুক ইউরোপিয়ান পার্লামেন্টে বলেছেন, করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়লেও বিদ্যমান করোনার টিকা সুরক্ষা দিয়ে যাবে।

[৭] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ধরন অমিক্রন ঠেকাতে বিদ্যমান টিকা কাজ করবে না, এমন কোনো প্রমাণ নেই। প্রয়োজন পড়লে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে দ্রুত নতুন টিকা তৈরি করতে প্রস্তুত গবেষকেরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়