শিরোনাম
◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে নিম্নচাপ, ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ‘শক্তিশালী জাওয়াদ’

নিউজ ডেস্ক : ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় জাওয়াদ ডিসেম্বরের শুরুতেই ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে। আগামী শনিবার (৪ ডিসেম্বর) সকালের দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।খবর: হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল।আগামী ১২ ঘণ্টার মধ্যে তা আন্দামান সাগরে পৌঁছবে।এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ ডিসেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।

আইএমডি জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্য বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।এরপর এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।সেই সঙ্গে ক্রমাগত শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে জাওয়াদ।৪ ডিসেম্বর সকালে (স্থানীয় সময়) অন্ধ্রপ্রদেশ-ওড়িষা উপকূলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে।যা হতে পারে চলতি মৌসুমে এ অঞ্চলের প্রথম ঘূর্ণিঝড়।

ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে উল্লেখ করে আইএমডি আরও জানায়, তবে ঝড়টি ওড়িষা উপকূলে আছড়ে পড়বে নাকি ভারতের পূর্ব উপকূল ঘেঁষে বেরিয়ে যাবে- তা এখনো নিশ্চিত নয় সংস্থাটি।

জাওয়াদের প্রভাবে ওই অঞ্চলে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।এজন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়