রাশিদুল ইসলাম : [২] উত্তর কোরিয়া কর্তৃপক্ষ ১৪ বছরের ওই স্কুল ছাত্রকে গ্রেফতার করে দক্ষিণ কোরিয়ার ‘দি আঙ্কেল’ চলচ্চিত্রটি দেখার জন্যে। তার অভিভাবকরা শঙ্কায় আছেন তাদেরও একই ধরনের পরিণতি হতে পারে। স্টার ইউকে
[৩] গত ৭ নভেম্বর ওই কিশোরকে গ্রেফতার করা হয়। দক্ষিণ কোরিয়ার ওই চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে কিম হিয়ং-জিন।
[৪] উত্তর কোরিয়ার ডেইলি এনকে’র প্রতিবেদনে বলা হচ্ছে গ্রেফতারকৃত ছাত্রটি হাইসান শহরের এলিমেন্টারি এন্ড মিডিল স্কুলে পড়ে।
[৫] উত্তর কোরিয়ার আইন অনুসারে সাংস্কৃতিক অপরাধের মূল কারণ হিসেবে ধরা হয় দায়িত্বহীন শিক্ষার জন্যে। এবং এধরনের অপরাধে আর্থিক জরিমানা ও জেলের শাস্তি দেওয়া হয়।
[৬] দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দেখলে উত্তর কোরিয়ার নাগরিকদের ৫ বছরের বেশি ও ১৫ বছরের কম জেল দেওয়া হয়।