রাশিদুল ইসলাম : [২] বিভিন্ন মহাদেশের এসব বিশিষ্ট লেখক, কবি এবং নাট্যকার, ইসরায়েলের একটি প্রকাশনা সংস্থার সাথে বই প্রকাশে আইরিশ লেখিকা স্যালি রুনির প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে সমর্থন করে একটি চিঠিতে স্বাক্ষর করেন। অলিভ প্যালেস্টাইন
[৩] এসব লেখক চিঠিতে বলেন, ‘ফিলিস্তিনিদের উপর ক্রমবর্ধমান অবিচারের একটি দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া’ এটি।
[৪] চিঠিতে স্বাক্ষর করেছেন এমন লেখকদের মধ্যে রয়েছেন পুরস্কারপ্রাপ্ত আইরিশ লেখক নিয়াম ক্যাম্পবেল, কেভিন ব্যারি, র্যাচেল কুশনার, এইলিন মাইলেস, এলিয়ন ওয়েনবার্গার, মনিকা আলি, ক্যারিল চার্চিল, চায়না মেয়ভিল, কামিলা শামসি প্রমুখ।
[৫] লেখকরা এও বলেন রুনির মত এ বছর বিশ্বের অন্তত ১৬ হাজার শিল্পী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর আচরণের নিন্দা জানিয়েছে।