মুস্তাফিজুর রহমান: [২] নরসিংদী রায়পুরা উত্তর বাখরনগর সরকারি প্রাইমারি স্কুলে নির্বাচনী সহিংসতার সময়ে পুলিশের সটগানের গুলিতে মাথায় গুলি বিদ্ধ হয়ে মোঃ ফরিদ মিয়া (৩০) নামে এক ব্যাক্তি ঢামেক হাসপাতালে মৃত্যু হয়েছে ।
[৩] আহত অবস্থায় রোববার রাত সোয়া ৯ টায় ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৪] তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
[৫] নিহতের স্ত্রী আসমা বেগম ও শ্যালক শাহ আলম জানান, রোববার সন্ধ্যার আগ মুহুর্তে নির্বাচনে গন্ডগোল লাগে।
[৬] সে সময়ে পুলিশের এলোপাথারি গুলি ছোড়েন সে সময়ে গুলি এসে তার মাথায় বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতাল আনা হয়।
[৭] ফরিদের মৃত্যুর সংবাদ শুনে নিহতের স্ত্রী আসমা বেগম কান্নায় ভেঙে পড়েন। মৃত ফরিদ মিয়া রায়পুরা উত্তর বাখর নগরে এর মৃত মোঃ মসজিদের ছেলে। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় সে রিক্সা চালক ছিলেন।