শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের কি যুদ্ধ করা উচিত? ◈ আবারও জেন-জি বিক্ষোভ, এবার দেশ ছেড়ে পালালো আরেক প্রেসিডেন্ট (ভিডিও) ◈ ইসরায়েলের সঙ্গে যে ছয়টি আরব দেশের সামরিক সহযোগিতা বাড়াল! ◈ আমানত সুরক্ষা দ্বিগুণ, ফেরত সময় কমলো— ব্যাংক খাতে নতুন যুগের সূচনা? ◈ টাইফয়েড টিকার কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু ◈ সাত কলেজের বিশ্ববিদ্যালয় গঠন: অধ্যাদেশের কাজ ৮০ শতাংশ শেষ, আন্দোলন স্থগিত শিক্ষার্থীদের ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি ◈ দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ◈ ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে আনতেই হবে: ‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে পিচ্চি রাজাসহ ৬ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি: [২] যশোর শহরের চোরমারা দীঘিরপাড় এলাকায় চাঁদার দাবিতে বালু ব্যবসায়ি রিফাত হাসান রিপনকে (২৬) মারপিট করে জখম ও হত্যার হুমকির অভিযোগে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ৬ জনের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। রিপন চোরমারা দীঘির উত্তরপাড় চাঁচড়া রেলগেটের ইসহাক আলীর ছেলে।

[৩] শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে রিপন বাদি হয়ে মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে রেলগেট কলাবাগান পাড়ার মজিবরের ছেলে রাজা ওরফে পি”্চ রাজা (২৪) রেলগে পশ্চিমপাড়ার লিয়াকতের ছেলে সানু (২২) একই এলাকার খালেকের ছেলে শুকুর (২৬) সদরের মন্ডলগাতি গ্রামের নওয়াব আলীর ছেলে শিমুল (২৭) শহরের রায়পাড়া এলাকার (ভাসমান) মেচিয়ার খোকনের ছেলে গোল্ডেন সাব্বির (২৩) শংকরপুরের পিতা অজ্ঞাত আকাশ (২৪)। পুলিশ শিমুলকে আটক করেছে।

[৪] মামলায উল্লেখ করা হয়েছে, রিফাত হাসান রিপন বালুর ব্যবসা করেন। গত ২২ নভেম্বর দুপুরে রিপন সিভিল কোর্ট মোড়ে অবস্থান করছিলো। আসামি রাজা ওরফে পিচ্চি রাজা রিপনের কাছে যায়। সেখানে যেয়ে রিপনকে বলে চোরমারা দীঘিরপাড় এলাকায় ব্যবসা করতে হলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। রিপন, রাজার কথায় রাজি না হওয়ায় খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ২৫ নভেম্বর সন্ধ্যায় রিপন বড় বাজার কাঠেরপুল এলাকায় অবস্থান করছিলো। এ সময় আসামি সানু ফোনে রিপনকে জানায় চোরমারা দীঘিরপাড় রোড মানিক মিয়া পুকুরপাড়ে সে একটি বালুর ট্রাক আটক করেছে। ট্রাকটি রিপনের কিনা দেখার জন্য চোরমারা দীঘিরপাড় মানিক মিয়ার পুকুরপাড়ে যেতে বলে। ওই সময় রিপন মানিক মিয়ার পুকুরপাড়ে পৌছুলে আসামি রাজা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। রিপন চাঁদা দিতে অস্বীকার করলে রাজাসহ তার সহযোগীরা রিপনের উপর অতর্কিত হামালা চালায় ও এলোপাতাড়ি মারপিট করে। আসামি আকাশ হত্যার উদ্দেশ্যে রিপনকে কোপ মারে। রিপন আকাশের হাত ধরে ফেলে। এরপর দৌড়ে পালাতে যেয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় রাজা হত্যার উদ্দেশ্যে রিপনের বাম কাধে কোপ মেরে গুরুত্বর রক্তাত্ত জখম করে। রিপনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা রিপনকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরে এসে রিপন মামলা করেন।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা এস আই হাফিজুর রহমান জানান, শনিবার ২৭ নভেম্বর সকালে শিমুলকে মন্ডলগাতির বাড়ি থেকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়