যশোর প্রতিনিধি: [২] যশোর শহরের চোরমারা দীঘিরপাড় এলাকায় চাঁদার দাবিতে বালু ব্যবসায়ি রিফাত হাসান রিপনকে (২৬) মারপিট করে জখম ও হত্যার হুমকির অভিযোগে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ৬ জনের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। রিপন চোরমারা দীঘির উত্তরপাড় চাঁচড়া রেলগেটের ইসহাক আলীর ছেলে।
[৩] শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে রিপন বাদি হয়ে মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে রেলগেট কলাবাগান পাড়ার মজিবরের ছেলে রাজা ওরফে পি”্চ রাজা (২৪) রেলগে পশ্চিমপাড়ার লিয়াকতের ছেলে সানু (২২) একই এলাকার খালেকের ছেলে শুকুর (২৬) সদরের মন্ডলগাতি গ্রামের নওয়াব আলীর ছেলে শিমুল (২৭) শহরের রায়পাড়া এলাকার (ভাসমান) মেচিয়ার খোকনের ছেলে গোল্ডেন সাব্বির (২৩) শংকরপুরের পিতা অজ্ঞাত আকাশ (২৪)। পুলিশ শিমুলকে আটক করেছে।
[৪] মামলায উল্লেখ করা হয়েছে, রিফাত হাসান রিপন বালুর ব্যবসা করেন। গত ২২ নভেম্বর দুপুরে রিপন সিভিল কোর্ট মোড়ে অবস্থান করছিলো। আসামি রাজা ওরফে পিচ্চি রাজা রিপনের কাছে যায়। সেখানে যেয়ে রিপনকে বলে চোরমারা দীঘিরপাড় এলাকায় ব্যবসা করতে হলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। রিপন, রাজার কথায় রাজি না হওয়ায় খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ২৫ নভেম্বর সন্ধ্যায় রিপন বড় বাজার কাঠেরপুল এলাকায় অবস্থান করছিলো। এ সময় আসামি সানু ফোনে রিপনকে জানায় চোরমারা দীঘিরপাড় রোড মানিক মিয়া পুকুরপাড়ে সে একটি বালুর ট্রাক আটক করেছে। ট্রাকটি রিপনের কিনা দেখার জন্য চোরমারা দীঘিরপাড় মানিক মিয়ার পুকুরপাড়ে যেতে বলে। ওই সময় রিপন মানিক মিয়ার পুকুরপাড়ে পৌছুলে আসামি রাজা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। রিপন চাঁদা দিতে অস্বীকার করলে রাজাসহ তার সহযোগীরা রিপনের উপর অতর্কিত হামালা চালায় ও এলোপাতাড়ি মারপিট করে। আসামি আকাশ হত্যার উদ্দেশ্যে রিপনকে কোপ মারে। রিপন আকাশের হাত ধরে ফেলে। এরপর দৌড়ে পালাতে যেয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় রাজা হত্যার উদ্দেশ্যে রিপনের বাম কাধে কোপ মেরে গুরুত্বর রক্তাত্ত জখম করে। রিপনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা রিপনকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরে এসে রিপন মামলা করেন।
[৫] মামলার তদন্ত কর্মকর্তা এস আই হাফিজুর রহমান জানান, শনিবার ২৭ নভেম্বর সকালে শিমুলকে মন্ডলগাতির বাড়ি থেকে আটক করা হয়।