রাশিদুল ইসলাম : [২] জার্মানির তিনটি রাজনৈতিক দল দেশটির নতুন সরকারের কাছে এব্যাপারে তাদের রাজি থাকার কথা জানিয়েছে। সিএনএন
[৩] বেতন বৃদ্ধির ফলে দেশটিতে ন্যূনতম বেতন প্রতি ঘন্টায় দাঁড়াচ্ছে ১২ ইউরো বা ১৩.৪৬ ডলার। বর্তমানে যা রয়েছে ৯.৬০ ইউরো বা ১০.৭৭ ডলার।
[৪] মুদ্রাস্ফীতির যে অসহনীয় চাপ সৃষ্টি হয়েছে তা অনেকটা লাঘব হবে বেতন বৃদ্ধির এ সিদ্ধান্তের কারণে। জার্মানির অন্তত ৫ শতাংশ মানুষ এতে উপকৃত হবে।
[৫] এর আগে আগামী বছর জুলাইতে ন্যুনতম বেতন প্রতি ঘন্টায় ১০.৪৫ ইউরো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
[৫] অর্থনীতিবিদ ফেলিক্স হফনার বলেছেন বেতন বৃদ্ধির এ সিদ্ধান্ত জার্মানির সার্বিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
[৬] জার্মানির কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে অস্বাভাবিক পদক্ষেপ ও ‘উদ্বেগজনক’ অভিহিত করে বলেছে এটি উচ্চ আয়ের উপার্জনকারীদের মজুরির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।