সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর আহমেদ, মো. সাকিব ও মো. সাগর। বুধবার গাজীপুরের জামালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি।
[৪] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, গত ১২ নভেম্বর রাতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় মোবাইল ফোন কোম্পানীর কর্মী মেহেদী হাসানকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা করেন।
[৫] এরপর তদন্ত করে ঘটনায় জড়িত পাঁচ ছিনতাইকারী চক্রের সদস্যদকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।