শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাঙ্কিংয়ে চমক দেখালো বাংলাদেশের বাঘিনীরা

রাহুর রাজ: [২] বর্তমানে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের টাইগ্রিসরা। সেই সুবাদেই বাংলাদেশ নারী দলের দুই ব্যাটার ফারজানা হক ও রুমানা আহমেদের উন্নতি হয়েছে আইসিসি নারী ওয়ানডে প্লেয়ারের র‌্যাংকিংয়ে। রোববার হারারেতে আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফর্ম করার ফল পেয়েছেন তারা।

[৩] ২৩ নভেম্বর হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে উপরে উঠেছেন এই দুই বাংলাদেশি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফারজানা হকের ৪৫ রানের ইনিংস দলকে জেতার ভিত্তি তৈরি করে দেয়। যে ইনিংসের সুবাদে ১ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

[৪] অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলকে জাতানো রুমানা আহমেদ এগিয়েছেন ৫ ধাপ। এই মুহুর্তে ২৯ নম্বরে আছেন তিনি।

[৫] সালমা খাতুন এগিয়েছেন বোলারদের মধ্যে। ৪ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি। বাহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে।

[৬] পাকিস্তানের আলিয়া রিয়াজ ও নিদা দারের বলার মত উন্নতি হয়েছে। ১৩৭ রানের জুটি গড়া এই দুই ব্যাটারই এগিয়েছেন। ৮২ বলে ৬১* রান করা আলিয়া ৫ ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে। ১১১ বলে ৮৭ রান করা নিদা দার ৭ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।

[৮] বাহাতি স্পিনার নাশ্রা সান্ধু ২ উইকেট নিয়ে এগিয়েছেন ৪ ধাপ, আছেন ১৭ নম্বরে। নিদা দার বোলারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে। আনাম আমিন ৪৩ নম্বর থেকে এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে।- আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়