শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাঙ্কিংয়ে চমক দেখালো বাংলাদেশের বাঘিনীরা

রাহুর রাজ: [২] বর্তমানে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের টাইগ্রিসরা। সেই সুবাদেই বাংলাদেশ নারী দলের দুই ব্যাটার ফারজানা হক ও রুমানা আহমেদের উন্নতি হয়েছে আইসিসি নারী ওয়ানডে প্লেয়ারের র‌্যাংকিংয়ে। রোববার হারারেতে আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফর্ম করার ফল পেয়েছেন তারা।

[৩] ২৩ নভেম্বর হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে উপরে উঠেছেন এই দুই বাংলাদেশি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফারজানা হকের ৪৫ রানের ইনিংস দলকে জেতার ভিত্তি তৈরি করে দেয়। যে ইনিংসের সুবাদে ১ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

[৪] অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলকে জাতানো রুমানা আহমেদ এগিয়েছেন ৫ ধাপ। এই মুহুর্তে ২৯ নম্বরে আছেন তিনি।

[৫] সালমা খাতুন এগিয়েছেন বোলারদের মধ্যে। ৪ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি। বাহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে।

[৬] পাকিস্তানের আলিয়া রিয়াজ ও নিদা দারের বলার মত উন্নতি হয়েছে। ১৩৭ রানের জুটি গড়া এই দুই ব্যাটারই এগিয়েছেন। ৮২ বলে ৬১* রান করা আলিয়া ৫ ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে। ১১১ বলে ৮৭ রান করা নিদা দার ৭ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।

[৮] বাহাতি স্পিনার নাশ্রা সান্ধু ২ উইকেট নিয়ে এগিয়েছেন ৪ ধাপ, আছেন ১৭ নম্বরে। নিদা দার বোলারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে। আনাম আমিন ৪৩ নম্বর থেকে এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে।- আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়