শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাঙ্কিংয়ে চমক দেখালো বাংলাদেশের বাঘিনীরা

রাহুর রাজ: [২] বর্তমানে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের টাইগ্রিসরা। সেই সুবাদেই বাংলাদেশ নারী দলের দুই ব্যাটার ফারজানা হক ও রুমানা আহমেদের উন্নতি হয়েছে আইসিসি নারী ওয়ানডে প্লেয়ারের র‌্যাংকিংয়ে। রোববার হারারেতে আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফর্ম করার ফল পেয়েছেন তারা।

[৩] ২৩ নভেম্বর হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে উপরে উঠেছেন এই দুই বাংলাদেশি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফারজানা হকের ৪৫ রানের ইনিংস দলকে জেতার ভিত্তি তৈরি করে দেয়। যে ইনিংসের সুবাদে ১ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

[৪] অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলকে জাতানো রুমানা আহমেদ এগিয়েছেন ৫ ধাপ। এই মুহুর্তে ২৯ নম্বরে আছেন তিনি।

[৫] সালমা খাতুন এগিয়েছেন বোলারদের মধ্যে। ৪ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি। বাহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে।

[৬] পাকিস্তানের আলিয়া রিয়াজ ও নিদা দারের বলার মত উন্নতি হয়েছে। ১৩৭ রানের জুটি গড়া এই দুই ব্যাটারই এগিয়েছেন। ৮২ বলে ৬১* রান করা আলিয়া ৫ ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে। ১১১ বলে ৮৭ রান করা নিদা দার ৭ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।

[৮] বাহাতি স্পিনার নাশ্রা সান্ধু ২ উইকেট নিয়ে এগিয়েছেন ৪ ধাপ, আছেন ১৭ নম্বরে। নিদা দার বোলারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে। আনাম আমিন ৪৩ নম্বর থেকে এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে।- আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়