আবু মুত্তালিব মতি, বগুড়া প্রতিনিধি: [২] আদমদীঘির সান্তাহারে পুকুরের পানিতে পড়ে মাত্র ফালহা নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৫ নভেম্বর সকালে সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ফালহা ওই কলোনীর সোহেল রানার ছেলে।
[৩] স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সকালের খাবার খেয়ে বাসায় শিশুকে খেলতে দিয়ে সংসারের কাজে ব্যস্ত থাকার সুযোগে সকলের অজান্তে বাসার পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে না পেয়ে মা প্রায় পাগল হয়ে শিশু ফালহাকে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে উক্ত ডোবার পানিতে ফালহা ভাসতে দেখে তাকে উদ্ধার স্থানীয় ডাক্তারের নিকট নেয়ার পর শিশু ফালহাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।