স্পোটর্স ডেস্ক: [২] রিলায়েন্স ইন্ড্রাজট্রিজ লিমিটেড (আরআইএল) এর মালিকানায় পরিচালিত হচ্ছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস এবার আরব আমিরাতের এমিরাতস টি-২০ লিগেও দল নেয়ার প্রস্তাব করেছে আরআইএল। ক্রিকবাজ
[৩] এর আগে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ এমিরাতস লিগে দল নিয়েছে। জানা যায় টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিবে। তিনটি দলের মালিকানা ভারতীয়রা নিলেও বাকি তিনটার মালিকানা দেয়া হবে যথাক্রমে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ভিত্তিক গ্লাজের ফ্যামিলি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের দল সিডনি সিকসার্স এবং আরব আমিরাত ভিত্তিক কাপ্রি ইন্ড্রাজট্রিজকে।
[৪] এর আগে ভারতের বাহিরে ফ্রানঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দল নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস এবং রাজেস্থান রয়েলস।