শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে আরো ১৮ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: [২] বাংলাদেশকে ফাইজারের আরো ১৮ লাখ ডোজ কভিড-১৯ প্রতিরোধী টিকা দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এখন পর্যন্ত আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দেয়া হলো। গতকাল ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ দেয়া এ টিকা বাংলাদেশের ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের টিকাদান অব্যাহত রাখতে সহায়তা করবে। পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে সক্ষম জনসংখ্যার ৪০ শতাংশকে ২০২১ সালের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার সহায়ক হবে এটি।

[৪] কভিড মোকাবেলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ায় অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র। বৃহত্তর এ অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজার এ ভ্যাকসিন দিচ্ছে। জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারী প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ ও যথাযথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬ হাজার ৮০০-এর বেশি স্বাস্থ্যসেবা পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া কভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে ভ্যাকসিন সরবরাহ সুবিধা দিতে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দিয়েছে।

[৫] ভ্যাকসিন প্রদান ও সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার কভিড-১৯ সম্পর্কিত সহায়তা হিসেবে ১২ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ভ্যাকসিন সুবিধার সমতার জন্য কোভ্যাক্স কার্যক্রমের সমর্থনে ৪০০ কোটি ডলার দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়