রাশিদুল ইসলাম : [২] লোকজন তাকে আদর করে ডাকত লোলা ইস্কা নামে। এই ধরায় এত দীর্ঘায়ু নারী আর কখনো পাওয়া যায়নি। ডেইলি মেইল
[৩] ফিলিপাইনে নিজ বাসায় মারা যান ফ্রান্সিসকা গত সোমবার রাতে।
[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকারের বরাত দিয়ে বলা হচ্ছে ফ্রান্সিসকা বাস করতেন নেগ্রোস অক্সিডেন্টালের কাবানকালানে।
[৫] অফিসিয়াল রেকর্ড অনুসারে ১৮৯৭ সালের ১১ সেপ্টেম্বরে ফ্রান্সিকার জন্ম হয়। একই বছর আইসক্রিম স্কুপ আবিস্কার হয় এবং ইতালির গুগলিয়েলমো মার্কনি সমুদ্রের ওপর দিয়ে তার রেডিও বার্তা পাঠাতে সমর্থ হন।
[৬] কোভিডে ফ্রান্সিসকার মৃত্যু হলেও কোনো লক্ষণ দেখা যায়নি।