লিহান লিমা: [২]মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, মহামারী বিশ্বজুড়ে জাতীয় কৃষি খাদ্য ব্যবস্থার ভঙ্গুরতাকে ব্যাপকভাবে প্রকাশ করেছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় এবং সংঘর্ষ আমাদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় বাড়তি হুমকি তৈরি করেছে। ইউএননিউজ
[৩]এফএও বলেছে, বিশ্বজুড়ে ৩’শ কোটি মানুষ ( মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ) অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগেন অর্থাৎ তারা স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য রাখেন না। এবং যদি মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকটের কারণে একটি পরিবারের আয় এক-তৃতীয়াংশ কমে যায় তবে এই সংখ্যা আরেপা ১’শ কোটি বৃদ্ধি পাবে।
[৪]প্রতিবেদনে বলা হয়, আমাদের এখন খুব জরুরি ভিত্তিতে স্থিতিশীল কৃষি-খাদ্য ব্যবস্থা তৈরি করতে হবে। মহামারী পরবর্তী সরবরাহ সংকট, খরা, বন্যা এবং দুর্যোগ মোকাবেলায় দেশগুলোকে কৃষি ও খাদ্য ব্যবস্থায় ভবিষ্যত সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।