মাসুদ আলম: [২] মঙ্গলবার সকালে মনির হোসেন রাসেলের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] রাসেলের দুলাভাই ইয়াকুব আলী জানান, গত দুই বছর ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন রাসেল। দুই মাস আগে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। দুই মেয়ের জনক ছিলেন। তিনি গাজীপুরে থাকতেন।
[৪] হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, সকালের দিকে পরিচ্ছন্নকর্মীরা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তা উদ্ধার করে।
[৫] হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ভবন থেকে পড়ে মারা গেছেন রাসেল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।