নিজস্ব প্রতিবেদক: [২] পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ের সময় ডানহাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। পরে অবশ্য মাঠে নেমে ২ ওভার বল করেন।
[৩] কিন্তু ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, চোটের জায়গায় সেলাই লাগবে বাংলাদেশের এ পেসারের।
[৪] বিসিবির একটি সূত্র তাসকিনের চোটের ব্যাপারে জানিয়েছে, তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বল করার হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতোটুকু।
[৫] নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে বিপদ ডেকে আনেন বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের ড্রাইভ থামাতে ডান হাত বাড়িয়ে দেন তাসকিন।