শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সিভিএস’র ৯শ স্টোর বন্ধ হচ্ছে

রাশিদ রিয়াজ : মার্কিন মুল্লুকে কনজিউমার ভ্যালু স্টোর নামে পরিচিত খুচরা পণ্য বিক্রেতা সংস্থা সিভিএস’র এসব স্টোর আগামী ৩ বছরে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। ১৯৬৩ সালে ম্যাসাচুসেটসের লোয়েলে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থার ১০ শতাংশ স্টোরগুলো ফার্মেসি। কোভিড মহামারীতে এধরনের ফার্মেসিগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, ক্লিনিং ওয়াইপ এবং টয়লেট পেপার কিনতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভীড় লেগেই থাকত। প্রকৃতপক্ষে, সিভিএস বন্ধ হওয়া আশ্চর্যজনক নয়। তারা মার্কিন খুচরা ফার্মেসি থাদে দীর্ঘস্থায়ী সংকোচনের সর্বশেষ পদক্ষেপ। সিভিএস, ওয়ালগ্রিনস ও রাইট এইড’এর মত সংস্থাগুলো বছরের পর বছর ধরে দোকান বন্ধ করছে। কারণ স্বাধীন ফার্মেসিগুলি চেইনশপগুলোর সঙ্গে ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠছে না। এধরনের ওষুধের দোকান বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের ওষুধ এবং প্রয়োজনীয় পণ্যের ঘাটতি তৈরি করে বিপাকে ফেলতে পারে। সিএনএন

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ওষুধের চেনশপ সিভিএস বন্ধের কারণ হিসেবে বলা হচ্ছে, জনসংখ্যার পরিবর্তন, ভোক্তা কেনার ধরণ এবং ভবিষ্যতের স্বাস্থ্যের প্রয়োজনের দিকে খেয়াল রেখেই এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। সিভিএস ভবিষ্যতে স্ন্যাকস, ক্যান্ডি, শ্যাম্পু এবং গ্রিটিং কার্ড বিক্রি করবে না। বরং ২০১৮ সালে প্রতিষ্ঠানটির যে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন গ্রাহকদের একটি বিশাল গ্রাহক বেস তৈরি করতে ও ৬৯ বিলিয়ন বাজার মূলধন সৃষ্টি করতে সক্ষম হয়। যা ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা চুক্তি হিসেবে মার্কিন অর্থনীতিতে বিবেচিত। সিভিএস বলছে এধরনের চুক্তিটি রোগীদের স্বাস্থ্য পরিকল্পনা থেকে তাদের উপকৃত করবে এবং স্বাস্থ্য খাতে তাদের খরচ কমাতে সাহায্য করবে।

ভবিষ্যতে সিভিএস’র স্টোরগুলিতে তিনটি স্বতন্ত্র মডেল থাকবে। এগুলো হচ্ছে প্রাথমিক যত্ন পরিষেবা, ডায়েটিশিয়ান, নার্স অনুশীলনকারী এবং ল্যাব পরিষেবা অন্যতম। অর্থাৎ ওষুধ বিক্রির চেয়ে সিভিএস স্বাস্থ্য সেবার দিকে নজর দেবে বেশি। ডয়েচে ব্যাংকের বিশ্লেষক জর্জ হিল বলেন, সিভিএস সত্যিই স্বাস্থ্য পরিচর্যা ব্যবসার দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রে ফার্মেসির অভাব নেই এবং একারণেই ব্যবসার বিকল্প খুঁজে নিতে পদ্ধতি পরিবর্তন করছে সিভিএস। ২০১৮ থেকে এ বছরে ২৪৪টি স্টোর বন্ধ করলেও যুক্তরাষ্ট্রে এখনো সিভিএস’র স্টোর রয়েছে ৯ হাজার ৯শটি। যা ওয়ালমার্ট, টার্গেট, ক্রোজার, কস্টকো’র মিলিত স্টোর সংখ্যার চেয়ে বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়