শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা নৌকার ভোটটি টেবিলে দেব আর মেম্বারদের ভোটটি গোপন কক্ষে দেব: এম এম খালেক

নিউজ ডেস্ক: আমরা নৌকার ভোটটি টেবিলে দেব আর মেম্বারদের ভোটটি গোপন কক্ষে দেব। এখানে প্রিজাইডিং অফিসার, পুলিশের কিছু করার নেই। এমন মন্তব্যই করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম খালেক।

শুক্রবার (১৯ নভেম্বর) ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে নৌকা প্রতীকের সমর্থনে এক পথসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এমন বক্তব্য দেন। ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওটি
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বক্তব্যে এম এম খালেক বলেন, আমার ভোট আমি দেব ওপেন টেবিলে দেব। কেউ যদি বাঁধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকব না। আমরা দুই চার কিলোর মধ্যেই থাকবো। ফোনটি খোলা থাকবে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন। আমাদের মন্ত্রী আছেন, এমপি আছেন। আপনাদের সাথে আমি এবং অন্যান্য গণ্যমান্য নেতারা আছে। আপনারা ভোটটি দেবেন, শতভাগ ভোট পোল করবেন। একবারের জায়গায় দুইবার দেবেন, দুইবারের জায়গায় তিনবার দেবেন।

তিনি আরও বলেন, আপনাকে ভোট দিতে গিয়ে যদি কেউ ঠেলা দেয়, তবে আপনিও তাকে ঠেলা দেবেন। এই রকম সৈনিক হতে হবে। আপনারা সেন্টার নিয়ন্ত্রণে নেবেন, সেন্টার আয়ত্বে নেবেন। পোল এজেন্টদের বলে দেবেন, আমার ভোট আমি ওপেনে দিতে পারি আমার ভোট আমি গোপনে দিতে পারি। এখানে সরকারি লোক কিছু বলার ক্ষমতা রাখে না। এটা আমাদের এলাকার ডিসিশোন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ষোলটাকা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করছেন দেলবার হোসেন। দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আনোয়ার পাশা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। - যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়