শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা নৌকার ভোটটি টেবিলে দেব আর মেম্বারদের ভোটটি গোপন কক্ষে দেব: এম এম খালেক

নিউজ ডেস্ক: আমরা নৌকার ভোটটি টেবিলে দেব আর মেম্বারদের ভোটটি গোপন কক্ষে দেব। এখানে প্রিজাইডিং অফিসার, পুলিশের কিছু করার নেই। এমন মন্তব্যই করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম খালেক।

শুক্রবার (১৯ নভেম্বর) ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে নৌকা প্রতীকের সমর্থনে এক পথসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এমন বক্তব্য দেন। ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওটি
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বক্তব্যে এম এম খালেক বলেন, আমার ভোট আমি দেব ওপেন টেবিলে দেব। কেউ যদি বাঁধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকব না। আমরা দুই চার কিলোর মধ্যেই থাকবো। ফোনটি খোলা থাকবে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন। আমাদের মন্ত্রী আছেন, এমপি আছেন। আপনাদের সাথে আমি এবং অন্যান্য গণ্যমান্য নেতারা আছে। আপনারা ভোটটি দেবেন, শতভাগ ভোট পোল করবেন। একবারের জায়গায় দুইবার দেবেন, দুইবারের জায়গায় তিনবার দেবেন।

তিনি আরও বলেন, আপনাকে ভোট দিতে গিয়ে যদি কেউ ঠেলা দেয়, তবে আপনিও তাকে ঠেলা দেবেন। এই রকম সৈনিক হতে হবে। আপনারা সেন্টার নিয়ন্ত্রণে নেবেন, সেন্টার আয়ত্বে নেবেন। পোল এজেন্টদের বলে দেবেন, আমার ভোট আমি ওপেনে দিতে পারি আমার ভোট আমি গোপনে দিতে পারি। এখানে সরকারি লোক কিছু বলার ক্ষমতা রাখে না। এটা আমাদের এলাকার ডিসিশোন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ষোলটাকা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করছেন দেলবার হোসেন। দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আনোয়ার পাশা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। - যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়