শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরাগ নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ আটক পাঁচ

সুজন কৈরী: [২] সাভারের তুরাগ নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ ৫ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৪। তারা হলেন- রাসেল মিয়া, আইয়ুব আলী, সুমন মিয়া, আবু হানিফ মিয়া ও সুমন (৩৫)।

[৩] রোববার র‌্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে আকস্মিক সাভারের বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাতি হওয়ার সংবাদ পায় র‌্যাব। পরে র‌্যাব-৪ এর একটি দল শনিবার রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করে। তাদের কাছ থেকে ১টি পিস্তল সদৃশ্য উন্নত মানের পাইপগান, ২টি দেশিয় তৈরি পাইপ গান, ১রাউন্ড শটগানের কার্তুজ, ২টি বড় রামদা, ৩টি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, ১টি কাঁচি, ১টি লোহার পাইপ, ৪টি লোহার রড এবং ৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত চক্র। দীর্ঘদিন ধরে ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ মূল্যবাণ সামগ্রী ডাকাতি করছিলেন। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের দেশিয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করতো। আটকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়