শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুশূন্যের একদিন পরই করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯

শিমুল মাহমুদ, মিনহাজুল আবেদীন: [২] করোনাভাইরাস মহামারীতে প্রায় ২০ মাস পর মৃত্যুহীন একটি দিন পার করার পরদিনই আরও সাতজনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল পর্যন্ত মারা যাওয়া এই সাতজনকে নিয়ে দেশে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৫৩ জনে।

[৩] গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন হয়েছে।

[৪] সরকারের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৯২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩৭ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে ১৫৪ জনই ঢাকা বিভাগের যা দিনের মোট শনাক্তের তিন চতুর্থাংশ। দেশের ৩৯টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

[৬] যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের, আর ১ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কোভিডে কারও মৃত্যু হয়নি গত এক দিনে।

[৭] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৭৯৭টি নমুনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়