শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুশূন্যের একদিন পরই করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯

শিমুল মাহমুদ, মিনহাজুল আবেদীন: [২] করোনাভাইরাস মহামারীতে প্রায় ২০ মাস পর মৃত্যুহীন একটি দিন পার করার পরদিনই আরও সাতজনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল পর্যন্ত মারা যাওয়া এই সাতজনকে নিয়ে দেশে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৫৩ জনে।

[৩] গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন হয়েছে।

[৪] সরকারের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৯২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩৭ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে ১৫৪ জনই ঢাকা বিভাগের যা দিনের মোট শনাক্তের তিন চতুর্থাংশ। দেশের ৩৯টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

[৬] যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের, আর ১ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কোভিডে কারও মৃত্যু হয়নি গত এক দিনে।

[৭] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৭৯৭টি নমুনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়