স্পোর্টস ডেস্ক : [২] ধোনির শহরে সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। ইডেনে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। ক্লিনশিট রেখে ৩-০ তে সিরিজ জিততে চাইবে রোহিতরা। ইডেন বরাবরই ভারত অধিনায়কের পছন্দের মাঠ। ক্রিকেটের নন্দনকানন অনেক কিছু দিয়েছে রোহিতকে। রোববার (২১ নভেম্বর) আরও একটি দুর্দান্ত ইনিংসের খোঁজে থাকবেন হিটম্যান। শনিবার দুপুরে রাঁচি থেকে কলকাতায় পৌঁছছে ভারত এবং নিউজিল্যান্ড দল।
[৩] টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার তিনদিনের মধ্যে শুরু হয়ে গিয়েছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। বিশ্রামের সুযোগ পায়নি ক্রিকেটাররা। তাই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের আগের দিন হোটেলে বিশ্রামেই কাটাবেন রোহিত, রাহুল, বোল্ট, সৌদিরা। শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা হয়ে রোববার মাঠে নামবেন। ইডেনেও টস যার, ম্যাচ তার। সিরিজের প্রথম দুই ম্যাচে এর সাক্ষী থেকেছে সবাই। টস এবং ম্যাচ দুটোই জিতেছেন রোহিত। কলকাতায়ও টসের ওপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য। বছরের এই সময় শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে।
[৪] নভেম্বর মাসে রাতের দিকে কলকাতায় প্রচুর শিশির পড়ে। তাই পরে ব্যাট করা দল নিঃসন্দেহে সুবিধা পাবে। টি-২০ ফরম্যাটের কথা মাথায় রেখে স্পোর্টিং উইকেট বানানো হয়েছে। পিচ থেকে বোলারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা কম। এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন সৌরভ গাঙ্গুলি। - আজকাল