ফাহমিদুল কবীর: [২] বিয়ে ছাড়া একসঙ্গে থাকাকে ইরানে বলা হয় হোয়াইট ম্যারেজ বা সাদা বিয়ে। ইরানী সমাজের কড়া ইসলামী আইনে নারী-পুরুষের এভাবে একসঙ্গে থাকা অবৈধ। কিন্তু তারপরেও দেশটিতে এই সাদা বিয়ে চলছে। বিবিসি
[৩] এ শতাব্দীর প্রথম দশকেও ইরানে কোনো যুবক-যুবতী সাদা বিয়ে করবে এমনটা অকল্পনীয় ছিলো। এখন দেশটিতে বিয়ের আগেই একসঙ্গে থাকছে এমন তরুণ যুগলের সংখ্যা কতো তার কোনো সরকারি হিসাব নেই। এটি দেশটির ইরানের কট্টরপন্থী প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠছে।
[৪] এদিকে দেশটিতে গর্ভপাত নিষিদ্ধ। ইরানের কর্তৃপক্ষ ব্যভিচারে জন্মানো শিশুদের একটি গোপন রেকর্ড রাখে এবং এসব তথ্য ভবিষ্যতে তাদের কিছু কিছু চাকরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। সম্পাদনা:সাকিবুল আলম