শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকালে সাহসী ভূমিকা রাখায় সাংবাদিক জাহাঙ্গীর লিটনকে সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধি: অনলাইন আমাদের সময় ও দৈনিক ভোরের দর্পণ এর লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের ৫৩ জন সাংবাদিক, ৭ জন চিকিৎসক, ২ জন নার্স এবং ৪৪টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শেখ রাসেলের ৫৮তম জম্মদিন উপলক্ষে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় টাউন হল মিলনায়তনে ‘আমরা ক’জন মুজিব সেনা’ সংগঠনের আয়োজনে এ সম্মাননা দেয়া হয়।

সংগঠনটির জেলা শাখার সদস্য সভা পরিচালক কবি মোস্তবা আল মামুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা এ এফ জসীম উদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, কে এম ইকবাল মনি, সিকদার আরাফাত হোসেন সবুজ, মো. আব্দুর রব বাবু।

বক্তারা ধর্মীয় উগ্রবাদীদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার না করে মানুষের কল্যানে ঈমানী দায়িত্ব পালন করুন। বঙ্গবন্ধু ছিলেন মানবিক নেতা। শেখ রাসেলের শরীরের তারই রক্ত প্রবাহিত ছিল। এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃতে উন্নত সম্মৃদ্ধশালী বাংলাদেশ গঠনের পথে বাংলাদেশ। তাই তার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে প্রমান্য চিত্র “হাসিনা: এ ডটার’স টেল” প্রদর্শন করা হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়