আমিরুল ইসলাম : নিষেধাজ্ঞায় নানা বাধা ও বিপত্তি থাকা সত্ত্বেও ইরানে দশ কোটির বেশি ডোজ কোভিড টিকা প্রয়োগ করা হয়েছে। তেহরান টাইমস
করোনা মহামারি মোকাবেলা করতে ইরান সরকার করোনা টিকা আমদানি বাড়িয়েছে এবং টিকা প্রয়োগ তরান্বিত করেছে। দেশটি প্রথম মুসলিম দেশ হিসেবে ১৪ ধরনের কোভিড টিকা তৈরি করেছে। এর মধ্যে তিন ধরনের টিকা জনসাধারণকে জরুরিভাবে দেওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে। বেশ কয়েকটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। একই সঙ্গে এপর্যন্ত ৮ কোটি বিদেশি করোনা টিকা আমদানি করছে। এর অন্যতম হচ্ছে রাশিয়ার স্পুটনিক টিকা।
শেষ পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ৫ কোটি ৬১ লাখ ৩৫ হাজার পাঁচ’শ ২৪ জন কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছে এবং ৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার দুই’শ ছিয়ানব্বই জন দ্বিতীয় ডোজ পেয়েছে। তৃতীয় ডোজ পেয়েছে ৬ লাখ ৪৩ হাজার ১৭ জন। সবমিলিয়ে ১০ কোটি ১৭ লাখ ৪ হাজার আট’শো সাইত্রিশ জনকে টিকা দেওয়া হয়েছে।
ইরানে টিকা সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন ও নানা দেশের অনিচ্ছা এবং বিভিন্ন দেশের প্রতিযোগিতা সত্ত্বেও তারা জনগণকে দ্রুত টিকা প্রদান করতে সক্ষম হয়েছে। ইরান ৫০ শতাংশেরও বেশি লোককে টিকা প্রদান করে বেশি সংখ্যক লোককে টিকা প্রদানকারী প্রথম ৬০টি দেশের মধ্যে অবস্থান দিতে সক্ষম হয়েছে।