শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মেহেরপুরে অস্থায়ী ভিত্তিতে গড়ে তোলা মাছের আড়ৎ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মেহেরপুর প্রতিনিধি: [২] জেলার পৌরসভার গড় পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে গড়ে তোলা মাছের আড়ৎ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বিকেলের দিকে অবৈধ স্থাপনা হিসেবে স্থানীয় প্রশাসন এটি ভেঙে গুঁড়িয়ে দেয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন উপস্থিত থেকে বেশ কিছু শ্রমিক বিশাল আকারের দুটি টিনশেড দিয়ে তৈরি স্থাপনা ভেঙে ফেলা হয়।

[৩] এসময় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানসহ সদর থানার বিপুল পরিমাণ পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের দাবি যেহেতু এখানে আদালতে মামলা রয়েছে সে কারণে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

[৪] মেহেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে ,মেহেরপুর পৌরসভার গড় পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে গড়ের পশ্চিম পাশে মাছের আড়ৎদারদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। সেমতে আড়তদারগন গড় মসজিদের জন্য নির্মাণাধীন অস্থায়ী মসজিদের পাশেই টিনের সেড দিয়ে বিশাল আকারের দুটি স্থাপনা নির্মাণ কাজ করছিল। বিকালের দিকে হঠাৎ করেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে ওই স্থাপনা ভেঙে ফেলা হয়।

[৫] এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন বলেন, যেহেতু জমি নিয়ে মামলা রয়েছে, সেহেতু এখানে কোনো স্থাপনা করতে দেওয়া যাবে না।

[৬] এ ব্যাপারে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটোনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন গড়ের সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করার লক্ষ্যে গড় পুকুরের পশ্চিম পাশে যে মাছের আড়ত রয়েছে, সেখানে আড়োতদারদের পক্ষ থেকে ওই স্থানে অস্থায়ীভাবে মাছের আড়ত করার লক্ষ্যে স্থাপনা তৈরি করা হচ্ছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়