মাকসুদ রহমান: [২] পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেমে স্কোর বোর্ডে ৫ তুলতেই ২ টপ অর্ডারকে হারিয়ে চাপে পরে বাংলাদেশ।
[৩] পরে আফিফ কিছু সম্ভাবনা জাগালেও ২০ রানে আউট হবার পর দলের হাল ধরতে পারেনি অধিনায়ক মাহমুদুল্লাহ। ১৫ বলে ১২ করে হারিস রউফের শিকারে পরিণত হন টাইগার অধিনায়ক। দলিয় ৭৯রানে অধিনায়ক আউট হবার পরের ওভারে মাত্র তিন রানের ব্যবধানে ব্যক্তিগত ৪০ রানে ফেরেন দলের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারী পাকিস্তান।