শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যোগাযোগ দক্ষতার ঘাটতিতে বাংলাদেশি মেডিকেল গ্র্যাজুয়েটরা কানাডায় পিছিয়ে পড়ছেন

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশের মেডিকেল গ্র্যাজুয়েটদের চিকিৎসা জ্ঞান কানাডীয়ান গ্র্যাজুয়েটদের চেয়ে কোনো অংশেই কম নয়, কিন্তু রোগীর সাথে আচরনের ক্ষেত্রে পেশাদার এবং সংবেদনশীল  যোগাযোগ দক্ষতার ঘাটতির কারণে তারা কানাডীয়ান চিকিৎসা সেবায়  জায়গা করে নিতে পারছেন না।

[৩]  বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের রেসিডেন্সির ইন্টারভিউ বোর্ডের থাকার অভিজ্ঞতা উল্লেখ করে কানাডার ওয়েষ্টার্ন ইউনির্সিটির  চিকিৎসা শিক্ষার অধ্যাপক ডা. তানিয়া রুবাইয়াত এই মন্তব্য করেছেন।

[৪]  তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দুইজন বাংলাদেশি চিকিৎসক বলেন,  বাংলাদেশ থেকে প্রচুর মেডিকেল গ্র্যাজুয়েট  অভিবাসী হয়ে বিদেশে যচ্ছেন।ফলে  উন্নত দেশের চিকিৎসা সেবা এবং পাঠ্যক্রমের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের মেডিকেল শিক্ষাকে ঢেলে সাজানো দরকার।

[৫] কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায়  স্থানীয় সময় বুধবার রাতে ’শওগাত আলী সাগর লাইভ’ আলোচনায় তারা এই  কথা বলেন।

[৬]  ‘বাংলাদেশি চিকিৎসকরা কানাডায় কেন স্বীকৃতি পান না ‘ শীর্ষক এই আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়েস্টার্ন ইউনির্ভাসিটির সুলিখ মেডিকেল স্কুলের সহকারি অধ্যাপক ডা, তানিয়া রুবাইয়াত।কানাডায় চিকিৎসা পেশায়  যোগ দেয়ার প্রচেষ্টায় থাকা দুই বাংলাদেশি চিকিৎসক ডা, খন্দকার মাহমুদুল হক এবং ডা, বীথিকা সেন আলোচনায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

[৭] ডা. তানিয়া রুবাইয়াত  বিদেশি গ্র্যাজুয়েটদের কানাডায়র চিকিৎসা সেবায় অন্তর্ভূক্তির বিধি বিধানগুলো তুলে ধরে বলেন, মেডিকেল গ্র্যাজুয়েটদের রেসিডেন্সি দেয়ার ইন্টারভিউতে  প্রার্থীর চিকিৎসা জ্ঞান বা দক্ষতাকে তেমন গুরুত্ব দেয়া হয় না। ধরেই নেয়া হয় একজন চিকিৎসকের চিকিদসা বিষয়ে  জ্ঞান থাকবেই বা তিনি সেটা শিখে নিতে পারবেন। তারা গুরুত্ব দেন  একজন চিকিৎসক  কীভাবে কথা বলছেন, তার আচরণ, কথা বলার ধরন কতোটা মার্জিত এবং রোগীকে  বোঝার সক্ষমতা তার কতোটা আছে। রোগীর সাথে কথা বলার   ক্ষেত্রে তিনি কতোটা সংবেদনশীল  এবং পেশাদার  সেটিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়।

[৮] ডা. তানিয়া রুবাইয়াত বলেন,বাংলাদেশে চিকিৎসকরা শুধুমাত্র চিকিৎসাই দিয়ে থাকেন, কিন্তু কানাডায় চিকিৎসা সেবাটাকে সামগ্রিকভাবে রোগী- চিকিৎসকের সম্পর্ক হিসেবে দেখা হয়। একজন চিকিৎসক রোগীর আর্থ সামাজিক এবং সংস্কৃতি বুঝে তার সঙ্গে  কতোটা সংবেদনশীল আচরণ করছেন- সেটিকে গুরুত্ব দেয়া হয়। এই জায়গাটায় এসে অনেক বাংলাদেশি চিকিৎসক পেছনে পরে যান।

[৯] তিনি বাংলাদেশের মেডিকেল কলেজের পাঠ্যক্রম এবং শিক্ষকদের নম্বর দেয়ার প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব করে বলেন, পাকিস্তান বা ভারতের কোনো  গ্র্যাজুয়েট যখন সিভি জমা দেন, তাদের নম্বর থাকে শতকরা  ৯০। কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের ৬০ শতাংশের বেশি নম্বর থাকে না। ফলে বাংলাদেশি প্রার্থী পেছনে পরে যান। বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে পাওয়া নম্বর দিয়ে তারা মাস্টার্স প্রোগ্রামে আবেদনই করতে পারেন না।

[১০] তিনি বলেন, ভবিষ্যতের ডাক্তারদের শুধু চিকিৎসা শেখালেই চলবে না তাদের যোগযোগের দক্ষতাও (কমিউনিকেশন স্কিল)  শেখাতে হবে। রোগীর সঙ্গে  কী ভাবে কথা বলতে হয়- সেটিও শেখাতে হবে।

[১১] ডা. খন্দকার মাহমুদুল হক  বলেন, বাংলাদেশের মেডিকেল গ্র্যাজুয়েটরা কানাডীয়ান  মানদন্ডে নিজেদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরেন। বাংলাদেশি গ্র্যাজুয়েটদের  অধিকাংশের স্কোরই ‘ সি’  বা ’সি প্লাস’ থাকে। কদাচিৎ বি বা বি  প্লাস থাকে। তিনি বলেন, বাংলাদেশের মেডিকেল শিক্ষকদের নম্বর দেয়ার ক্ষেত্রে কার্পণ্যের কারনে  বিদেশে এসে চিকিৎসকদের  ভোগান্তির মধ্যে পড়তে হয়।

[১২] ডা. খন্দকার মাহমুদ  বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের ব্যাপারে আরো উদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিবাসী চিকিৎসকদের ৫৫ শতাংশই চিকিৎসা পেশা থেকে  ছিটকে গিয়ে সম্পূর্ণ হারিয়ে যাচ্ছেন।  কানাডা সরকার এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক এইসব মেধা কানাডার স্বার্থে লাগাতে পারেন।

[১৩] ডা.  বীথিকা সেন তাঁর আলোচনায় বলেন,  বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় শিক্ষার্থীদের সংবেদনশীল, পেশাদার যোগাযোগ দক্ষতা সেইঅর্থে শেখানো হয় না। ফলে বাংলাদেশি চিকিৎসকরা উন্নত বিশ্বে পড়ামোনা চাকুরী করতে গিয়ে সমস্যায় পরেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক চিকিৎসক কানাডাসহ  বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন।এই বাস্তবতা বিবেচনায় রেখে মেডিকেল কলেজের কারিক্যুলাম ঢেলে সাজানোর প্রস্তাব দেন তিনি। ডা. বীথিকা বলেন, উন্নত দেশগুলোয় কী পড়ানো হয় সেগুলো খোঁজ করে সেইভাবে মেডিকেল গ্র্যাজুয়েটদের তৈরির পদক্ষেপ নেয়া দরকার।

[১৪] ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর নতুন অভিবাসীদের জন্য সরকারের  সেটেলমেন্ট কর্মসূচীর  মতো চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য বিশেষ কর্মসূচী নেয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, প্রভিন্সিয়াল পার্লামেন্টে পেশাজীবীদের বিদেশি সার্টিফিকেট এবং অভিজ্ঞতার স্বীকৃতি দিতে একটি বিল উঠেছে। এটি দ্রুত পাশ করে পেশাজীবীদের কাজের পরিবেশ নিশ্চিত করা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়