শিরোনাম
◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে সাংবাদিক ওপর সস্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

মঈন উদ্দীন: [২] মাদকের সংবাদ প্রকাশ করায় দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ও রাজশাহীর সময়ের চিফ রিপোর্টার সাংবাদিক ইফতেখায়ের আলম বিশালের উপর হামলা চালিয়েছে মাদক কারবারীরা।

[৩] বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

[৪] এ ঘটনায় দুপুরে ইফতেখায়ের আলম বিশাল নগরীর চদ্রিমা থানায় গিয়ে ৭জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ১নং আসামি মাদক কারবারি মো. ওয়াকিল আহম্মেদ কালু ও শ্যামলী নামে দু’জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

[৫] সাংবাদিক বিশাল জানায়, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর থেকে মাদক কারবারী কালু তার স্ত্রী শ্যামলী ও তাদের সহযোগীরা দির্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিলো। বৃহস্পতিবার সকালে পেশাগতকাজে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে রওয়ানা হওয়ার সময় বাড়ির সামনেই পেছন থেকে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লে বিশালের পকেটে থাকা টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

[৬] চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান আলী বলেন, হামলা করে আহত করায় ঘটনায় সাংবাদিক ইফতেখার আলম বিশাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়