আল আমীন: [২] গত ২০২০ সালের ডিসেম্বরে ময়মনসিংহ সিটির সড়ক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়। এরপর অতি অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে।
[৩] ইতোমধ্যে প্রায় ৩০০ কোটি টাকার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ শুরু হয়েছে। এ কাজগুলোর প্রতিটি কাজই নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নে।
[৪] মসিক মেয়র এ সব উন্নয়ন কাজ নিয়মিত পরদর্শন করছেন এবং প্রকৌশলী ও ঠিকাদারগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
[৫] সকালে সিটি মেয়র ২১, ২২ ও ২৪ নং ওয়ার্ডের- বাকৃবি শেষ মোড় হতে ব্রহ্মপুত্র নদীর পাড় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ বাকৃবি শেষ মোড় হতে ফিরোজা মেনশন পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ।
[৬] গফরগাঁও রোড হতে ছালাকান্দি পর্যন্ত বিটুমিনাস রাস্তা নির্মান। তাকওয়া মসজিদ হতে সমাধানের মোড় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ।
[৭] বাকৃবি সোহরাওয়ার্দী হল হতে পাগলা বাজার হয়ে সোহেলের দোকান পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ। সমাধানের মোড় হতে রেলগেট পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ। বি এফ আর আই হতে ফকিরাকান্দা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ। এবং ফসিলের মোর ফিরোজা মেনশন হতে শেষ মোড় হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন নির্মাণ কাজসমূহের অগ্রগতি পরিদর্শন করেন।
[৮] পরিদর্শনকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।