রাশিদুল ইসলাম : [২] কোভিড মহামারীতে মার্কিন নাগরিকদের লকডাউনে থাকার সময়ে ফেন্টানাইলের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পায়। গত বছর মে মাস থেকে গত এপ্রিল পর্যন্ত লক্ষাধিক মার্কিনী মারা গেছে এ কারণে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এ তথ্য দিয়েছে। সিএনএন
[৩] গত ৫ বছরের তুলনায় লকডাউনে মার্কিনীদের ওষুধ ব্যবহার বৃদ্ধি পায় ৩০ শতাংশ।
[৪] ফেন্টানাইলের মতো সিন্থেটিক ওপিওড - একটি ব্যথানাশক যা মরফিনের চেয়ে ৫০-১০০ গুণ বেশি শক্তিশালী - এই ওষুধের বেশি মাত্রায় মারা গেছে প্রায় ৬৪ হাজার মার্কিনী।
[৫] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ এ্যাবাউজের পরিচালক ড. নোরা ভলকো বলেন বিশ্বের ৩৩৩ মিলিয়ন মানুষ ফেন্টানাইলের কারণে মৃত্যু ঝুঁকিতে। এটি যুক্তরাষ্ট্রের জন্যে জাতীয় দুর্যোগ পরিস্থিতি তৈরি করেছে।