শাহীন খন্দকার: [২] একিউট ইস্কেমিক স্ট্রোক এর উপর কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, সাবেক আইপিজিএমএন্ডআর অর্থাৎ আজকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো।
[৩] এই প্রতিষ্ঠান দেশের সব ধরনের রোগীদের চিকিৎসাসেবায় অগ্রণী ভূমিকা রাখবে। কোন রোগীকেই যেনো দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না হয়।উপাচার্য বলেন, নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে আশা করি, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনেকখানিই পূরণ হবে।
[৪] তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গড়ে তোলা হবে। এজন্য এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সহযোগিতা প্রয়োজন এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। বৃহস্পতিবার নিউরোলজি বিভাগের উদ্যোগে‘থ্রমবোলাইসিস ইন একিউটি ইস্কেমিক বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।