স্পোর্টস ডেস্ক: [২] গত ২রা নভেম্বর নিজের ওপর চালানো যৌন হয়রানি সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা পোস্ট করেন চীনের সবচেয়ে সফল স্পোর্টস তারকাদের অন্যতম গ্রান্ড স্লাম টাইটেল বিজয়ী পেং। এতে তিনি দাবি করেন, চীনের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি তাকে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এমন অভিযোগ করার পর তা চীনের ইন্টারনেট জগত থেকে এই বার্তা মুছে দেওয়া হয়েছিল।
[৩] এই অভিযোগ করার পর থেকেই পেং শুয়াইয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, তা জানানোর জোর আহ্বান উঠেছে বিশ্বের বিভিন্ন শ্রেণির অ্যাথলেটদের পক্ষ থেকে। সর্বশেষ তাতে যোগ দিয়েছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। পেং শুয়াই নিখোঁজ থাকায় হতাশা ব্যক্ত করেছেন তিনি। - হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল