মাকসুদ রহমান: [২] তালেবান ক্ষমতা দখলের পর নারী বিচারকদের দেয়া হচ্ছে হত্যার হুমকি। জেল থেকে মুক্তি পেয়ে প্রতিশোধ প্রবণ হয়ে ওঠা তালেবান কর্মীদের ভয়ে অনেক নারী বিচারক চলে গেছেন আত্মগোপনে। বিবিসি
[৩] তালেবানদের নীতিতে বিগত দুই দশকেও কোন পরিবর্তন আসেনি। তালেবান ক্ষমতা দখলের পর শত শত নারী বিচারক এখন বেকার।
[৪] বৃটেনে সরকারের বিপদমুক্তকরণ কর্মসূচির অধীনে সম্প্রতি আরো কিছু আফগান নারীকে যুক্তরাজ্যে নেয়া হয়েছে।
[৫] একজন নারী আফগান বিচারক জানান, তালেবান সরকার আফগানিস্তানে থাকা অনেক নারী বিচারককে নির্যাতন এমনকি কয়েকজনকে হত্যাও করেছে। আফগানিস্তানে এখন নারীদের বাসা থেকে একা বের হওয়াও নিষেধ। সম্পাদনা: মাজহারুল ইসলাম