শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলের মৃত্যু!

অমল তালুকদার, পাথরঘাটা প্রতিনিধি: [২] সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনার সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত মুসা মিয়া (৩০) বাড়ি পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে। তার বাবার নাম মো. হারুন মিয়।

[৫] বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারের ১২ জেলে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জাল ফেলে মাছ ধরার জন্য অপেক্ষা করছিল। রাত ৯টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র জলদস্যু বাহিনী হামলা করে। এসময় ওই ট্রলারে থাকা মাছ রসদসহ সবকিছু লুটে নিয়ে যায়। পরে ১২ জেলেদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি চালায় জলদস্যু বাহিনীর সদস্যরা। এ সময় মুসা মিয়া নামে ওই জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে জলদস্যু বাহিনী ট্রলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

[৬] কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, এঘটনার খবর শুনেছি সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনাস্থলে দিকে পাঠানো হয়েছে। ওই জলদস্যু বাহিনী সাতক্ষীরা অঞ্চলের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুসার মরদেহ নিয়ে পাথরঘাটায় উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়