লিহান লিমা: [২] জুরিখের ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট মোট বৈশ্বিক আয়ের ৬০শতাংশের বেশি দখলে থাকা শীর্ষ ১০টি দেশের আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকা তৈরি করেছে। এনডিটিভি
[৩] প্রতিবেদনে উঠে এসেছে, গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে তিন গুণ। ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে হয় ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। ম্যাকিনসের অংশীদার জ্যান মিশ্চকে বলেছেন, ‘আগের চেয়ে এখন আমরা অনেক বেশি সম্পদশালী।’
[৪] গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১২০ ট্রিলিয়ন। গত দুই দশকে যুক্তরাট্রের নিট সম্পদের মূল্য বেড়ে হয়েছে ৯০ ট্রিলিয়ন। বাকি শীর্ষ ৮ ধনী দেশ হলো যথাক্রমে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো এবং সুইডেন। সিএনবিসি
[৫] বিশ্বের মোট সম্পদের দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ কুক্ষিগত রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শীর্ষ ধনকুবেরের হাতে। তারা দিন দিন আরো ধনী হচ্ছেন।
[৬] ম্যাকিনসের প্রতিবেদন আরও বলছে, বিশ্বের মোট সম্পদের ৬৮ শতাংশ সঞ্চিত রয়েছে আবাসন শিল্পে। আবাসন খাতে সুদের হার কমে যাওয়া এবং প্রতিনিয়ত সম্পদের মূল্য বৃদ্ধি এর বড় একটি কারণ। দেখা গিয়েছে, আবাসন খাতে জড়িত একজন ব্যক্তি অন্যান্যদের তুলনায় ৫০ শতাংশ বেশি আয় করছেন।