মহসীন কবির: [২] মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সময় টিভি
[৩] শিক্ষামন্ত্রী বলেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে সময় দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে তা পরবর্তীতে আমরা সমন্বয় করব।
[৪] দীপু মনি বলেন, আমাদের দেশে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক। প্রতিটি কক্ষে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বসাতে যাই, তবে এখনো প্রতিটি শ্রেণির সকল ক্লাস নেয়া সম্ভব হবে না। আমরা বছরের শুরুতে শুরু করবো এবং এ বছরের তুলনায় আরেকটু বাড়াবার চেষ্টা করবো।।