শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাম্মেল হোসেন ত্বোহা: নির্বাচনে গাদ্দাফির ছেলে সাইফের জয়লাভের সম্ভাবনা কতোটুকু?

মোজাম্মেল হোসেন ত্বোহা: সো, নির্বাচনে গাদ্দাফির ছেলে সাইফের জয়লাভের সম্ভাবনা কতোটুকু? প্রশ্নটা সম্প্রতি করেছিলাম আমার লিবিয়ান কলিগ আব্দুন্নবিকে। সে যে উত্তরটা দিলো, সেটা অবভিয়াস। সে বললো, সাইফকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে কিনা, সেটাই এখনো নিশ্চিত নয়। সে কেবল নিবন্ধন করেছে। এর মধ্যেই সেটার বিরোধিতা শুরু হয়ে গেছে। যেকোনো আইনের ধারা-উপধারা দেখিয়ে অথবা আইসিসির ওয়ারেন্টের অজুহাতেও হয়তো তার নিবন্ধন বাতিল করে দেওয়া হতে পারে। এই সুযোগে সে কিছুক্ষণ গাদ্দাফিকে গালাগালি করে নিলো। কারণ গাদ্দাফির লিবিয়াতে কোনো নির্বাচন ছিলো না এবং এ ধরনের আইন-কানুনও খুবই ভেগ ছিলো। তাছাড়া আব্দুন্নবি এমনিতেই দারনা শহরের, যেখানকার অধিকাংশ মানুষ কঠিন ইসলামপন্থি এবং গাদ্দাফি বিরোধী। তার ক্ষোভ প্রশমিত হওয়ার পর জিজ্ঞেস করলাম, মনে করো সব আইনি ঝামেলা শেষ হয়ে শেষ পর্যন্ত সাইফ নির্বাচনে দাঁড়াতে পারলো। তখন কী হবে? তার জেতার সম্ভাবনা কতোটুকু? সাধারণ মানুষ কাকে বেশি ভোট দেবে? আব্দুন্নবি উত্তর দিলো, কেবল বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল হামিদ এদবেইবা যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা হবে। সে না দাঁড়ালে সাইফের সামনে দাঁড়ানোর মতো শক্ত কোনো প্রার্থী নেই।

এরপরই সে উদ্বেগ প্রকাশ করে বললো, কিন্তু এখুয়ান (মুসলিম ব্রাদারহুড) ঝামেলা করবে। তারা নির্বাচন হতে দেবে না। তারা জানে তাদের জেতার মতো কোনো প্রার্থী নেই, সেজন্য তারা ঝামেলা করবে। অ্যাজ এক্সপেক্টেড, আব্দুন্নবি গাদ্দাফি বিরোধী এবং কিছুটা ইসলামিস্ট হলেও ব্রাদারহুড সমর্থক নন। আব্দুন্নবির কথারই প্রতিফলন দেখতে পেলাম আজ সকালে ওঠে, লিবিয়া ফাকাত নামের একটা লিবিয়ান পেজের পোলে। এই পেজটা লিবিয়ার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজগুলোর মধ্যে একটি। প্রায় ২.২ মিলিয়ন লাইক। তারা একটা পোস্ট করেছে সম্ভাব্য ১৮ জন প্রার্থীর ছবি দিয়ে এবং বলেছে পছন্দের প্রার্থীর ছবিতে লাইক দেওয়ার জন্য। ফলাফল? এখন পর্যন্ত: সাইফের ভোট ৩১ হাজার, এদবেইবার ভোট ২৮ হাজার, হাফতারের ভোট ৭.৫ হাজার, অন্যান্য প্রার্থীদের সবার ভোট ২.৫ হাজারের নিচে এবং তাদের অনেকের ক্ষেত্রেই আসলে লাইকের চেয়ে হা হা বেশি এবং মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ সাওয়ানের ভোট ৫৬৫। এখানেও লাইকের চেয়ে হা হা বেশি।

সো চিত্রটা মোটামুটি এ রকম: যদি এদবেইদা দাঁড়াতে পারে- পারবেই যে, এখনো নিশ্চিত নয়- তাহলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেক্ষেত্রে হয়তো সাইফ বিরোধীরা সবাই তাকে সাপোর্ট দেবে। কিন্তু যদি সে দাঁড়াতে না পারে, তাহলে সাইফ সম্ভবত একচেটিয়াভাবে জিতবে। কিন্তু তার বিরোধীরা সবাই যেহেতু এই সমীকরণ জানেই, কাজেই তারা ওই পথে হাঁটবেই না। সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচনটাই না হয়, অথবা সাইফ যেন দাঁড়াতেই না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়