নিজস্ব প্রতিবেদক: [২] আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে সাফল্য পায়নি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে এবার দ্বিতীয় আসর শুরু করছে মুশফিক-মুমিনুলরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রাম ও ঢাকাতে অনুষ্ঠিত হবে দুটি টেস্ট। আগেই টি-টোয়েন্টি দল ঘোষণা করা হলেও সোমবার রাতে টেস্ট ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
[৩] এদিন রাতে বাবর আজমের নেতৃত্বে দুই টেস্টর জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
[৪] ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় খেলা হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
[৫] পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নুমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ। বিসিবি।