শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক ‘অ্যা হিরো’র ফারহাদি

রাশিদ রিয়াজ : ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (এপিএসএ) সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’র নির্মাতা আসগার ফারহাদি। উৎসবের আন্তর্জাতিক জুরি এক বিবৃতিতে ড্রামাটিকে একটি ‘অন্তরঙ্গ মহাকাব্য’ হিসেবে অভিহিত করেছেন। তারা আরও বলেন, ফারহাদি সিনেমা তৈরির সূক্ষ্ম শিল্পকে নিখুঁত করে চলেছেন। তার সিনেমাগুলো একেবারে স্থানীয় হলেও বিশ্বব্যাপী তা বোধগম্য এবং সর্বজনীনভাবে প্রিয়।

এপিএসএ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। উৎসবের সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে জাপানিজ ড্রামা ‘ড্রাইভ মাই কার’।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ তথা অস্কারের জন্য ইরানের দাখিল করা ছবিটিতে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন ফারহাদি। বাবার পরিচালনায় মেয়ে সারিনা ফারহাদির অভিনয় ‘অ্যা হিরো’র অন্যতম চমক। ফার্স প্রদেশের রাজধানী সিরাজে মহামারির মধ্যে চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে। অস্কারজয়ী ‘অ্যা সেপারেশন’ চলচ্চিত্রের পর নিজের পরিচালিত কোনো সিনেমাতে নিজের মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন ফারহাদি।

‘অ্যা হিরো’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে লাভ করে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।

ইরানি ড্রামাটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি প্রমুখ শিল্পী।

এর আগে আমেরিকার ৩৯তম মিয়ামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’। তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়