শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন

মাজহারুল ইসলাম: [২] ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বিকেল ৪টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা এতে বক্তব্য রাখবেন। ঢাকা পোস্ট

[৩] স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার সংবাদ সম্মেলনের পরদিন পুরো কমিশন এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।

[৪] রোববার সংবাদ সম্মেলনে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত উল্লেখ করে স্থানীয় নির্বাচন পরিচালনায় পৃথক কর্তৃপক্ষ চান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচনের সময় ও তার আগে পরে এই পর্যন্ত ৩৯ জন নিহত হন। জীবনের চেয়ে নির্বাচন বড় নয় এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি।

[৫] এর আগে গত ১০ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছিলেন, যখন একটা ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অজান্তে ঘটে। এতো বড় একটা নির্বাচনী যজ্ঞ যেখানে হাজার-হাজার, লাখ-লাখ লোক একেকটা ধাপে অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় হলো, যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাদের সহনশীলতা। সুতরাং এটার দায়-দায়িত্ব প্রশাসনকে দেওয়া অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া অথবা নির্বাচন কমিশনকে দিয়ে দিলে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়