শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন

মাজহারুল ইসলাম: [২] ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বিকেল ৪টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা এতে বক্তব্য রাখবেন। ঢাকা পোস্ট

[৩] স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার সংবাদ সম্মেলনের পরদিন পুরো কমিশন এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।

[৪] রোববার সংবাদ সম্মেলনে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত উল্লেখ করে স্থানীয় নির্বাচন পরিচালনায় পৃথক কর্তৃপক্ষ চান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচনের সময় ও তার আগে পরে এই পর্যন্ত ৩৯ জন নিহত হন। জীবনের চেয়ে নির্বাচন বড় নয় এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি।

[৫] এর আগে গত ১০ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছিলেন, যখন একটা ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অজান্তে ঘটে। এতো বড় একটা নির্বাচনী যজ্ঞ যেখানে হাজার-হাজার, লাখ-লাখ লোক একেকটা ধাপে অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় হলো, যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাদের সহনশীলতা। সুতরাং এটার দায়-দায়িত্ব প্রশাসনকে দেওয়া অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া অথবা নির্বাচন কমিশনকে দিয়ে দিলে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়