নিজস্ব প্রতিবেদক : [২] আটকদের নাম- হৃদয়, রুবেল ও মামুন। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
[৩] পুলিশ জানায়, শনিবার রাতে বাড্ডা লিংক রোডে ওই ব্যাংকের শাখার দেয়াল কেটে ভেতরে ঢুকে ডাকাতরা। সাইনবোর্ডের দেয়াল ভেঙে একজন ভেতরে ঢোকেন। তিনি শাবল দিয়ে এটিএম বুথের একটি ভল্ট ভেঙে ফেলেন।
[৪] বিষয়টি ব্যাংকটির হেড অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তখন সিসিটিভি অপারেটর ৯৯৯ নম্বরে ফোন করেন। তবে ভল্ট ভেঙে লুটের চেষ্টা করে তারা ব্যর্থ হয়।
[৫] বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে।