শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব সর্বনাম: হুমায়ূন আহমেদের দুঃখের জায়গাটা মনে হয় কেউ খোঁজার চেষ্টা করেন না !

শোয়েব সর্বনাম: লোকেদের ধারণা হুমায়ূন আহমেদ টাকা পয়সা কামানোর জন্য হাবিজাবি টিভি নাটক বানাইছেন। তারা মনে করেন, হুমায়ূন আহমেদ ছিলেন একজন সুখি মানুষ।

একসময় টাকার জন্য তিনি লিখছেন। তখন অর্থ কষ্টে ছিলেন, বাসায় টিভি ছিলো না। টিভি কেনার জন্য টিভি ধারাবাহিক লিখেন।
বাট একটা সময়ে আর তারে টাকার জন্য লিখতে হয় নাই। ইনভার্সিটির চাকরিও ছেড়ে দিছেন ৯৪ সালে। এরপর আর তারে টাকার জন্য কিছু করতে হয় নাই। প্রায় পুরাটা লেখকজীবন টাকা তার পিছে দৌড়াইছে, তিনি বেশিরভাগই ফিরায়ে দিছেন। তিনি যা লিখছেন, যা বানাইছেন, তার সবই আনন্দের জন্য করছেন। আত্মতৃপ্তির জন্য করছেন।

হুমায়ূনের দুঃখের জায়গাটা মনে হয় কেউ খোঁজার চেষ্টা করেন না। লোকটা একা খেতে পারতেন না। সরগরম শ্যুটিং ইউনিটে শুধুমাত্র খাওয়ার সময় পাশে লোকজন বসে থাকবে, সেই প্রয়োজনে হুমায়ূন একের পর এক টিভি নাটক বানাইছেন, এই গল্প আপনারা জানেন না।

আপনারা জানেন না, নিঃসঙ্গ একাকী হুমায়ূন হার্ট এটাক করে একা একা ঘরের মধ্যে পরে ছিলেন, পাশে কেউ ছিল না। ওইদিনই তিনি মরে যেতে পারতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়