শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ দিচ্ছে না , মহিষের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন কৃষক

ডেস্ক নিউজ : তাই মহিষ নিয়ে সোজা থানায় হাজির হলেন কৃষক। ফরিয়াদ জানালের বিষয়টি সুরাহা করার জন্য। পুলিশের বরাত দিয়ে রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের ভিন্দ জেলার ওই কৃষক তার মহিষকে নিয়ে থানায় যান। পুলিশকে জানান তার মহিষটি দুধ দিচ্ছে না। তার ধারণা মহিষটিকে কেউ তুকতাক করেছে। এরই প্রভাবে মহিষটি দুধ দিচ্ছে না। তাই এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারের ওই ঘটনা ভিডিও ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানান, বাবুলাল যাদব (৪৫) নামে ওই ব্যক্তি শনিবার নয়াগাঁও পুলিশ স্টেশনে এসে অভিযোগ জানান যে, গত কয়েকদিন ধরে তার মহিষটি দুধ দিচ্ছে না।

অভিযোগে বাবুলালকে বলেন, কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন মহিষটির ওপর হয়ত তুকতাক করা হয়েছে। আবেদন করার প্রায় চার ঘণ্টা পর বাবুলাল আবার মহিষ নিয়ে থানায় গিয়ে  পুলিশের কাছে সাহায্য চান বলে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানিয়েছেন।

অরবিন্দ অবশ্য বাবুলালকে নিরাশ করেননি। থানার দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাকে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বাবুলালকে সাহায্য করতে বলেছেন অরবিন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়