শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ দিচ্ছে না , মহিষের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন কৃষক

ডেস্ক নিউজ : তাই মহিষ নিয়ে সোজা থানায় হাজির হলেন কৃষক। ফরিয়াদ জানালের বিষয়টি সুরাহা করার জন্য। পুলিশের বরাত দিয়ে রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের ভিন্দ জেলার ওই কৃষক তার মহিষকে নিয়ে থানায় যান। পুলিশকে জানান তার মহিষটি দুধ দিচ্ছে না। তার ধারণা মহিষটিকে কেউ তুকতাক করেছে। এরই প্রভাবে মহিষটি দুধ দিচ্ছে না। তাই এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারের ওই ঘটনা ভিডিও ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানান, বাবুলাল যাদব (৪৫) নামে ওই ব্যক্তি শনিবার নয়াগাঁও পুলিশ স্টেশনে এসে অভিযোগ জানান যে, গত কয়েকদিন ধরে তার মহিষটি দুধ দিচ্ছে না।

অভিযোগে বাবুলালকে বলেন, কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন মহিষটির ওপর হয়ত তুকতাক করা হয়েছে। আবেদন করার প্রায় চার ঘণ্টা পর বাবুলাল আবার মহিষ নিয়ে থানায় গিয়ে  পুলিশের কাছে সাহায্য চান বলে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানিয়েছেন।

অরবিন্দ অবশ্য বাবুলালকে নিরাশ করেননি। থানার দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাকে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বাবুলালকে সাহায্য করতে বলেছেন অরবিন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়