শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শক্তিশালী খল অভিনেতা রাজীবের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

মনিরুল ইসলাম: [২] ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা, এফডিসির সাবেক এমডি ও জাসাসের সভাপতি ওয়াসীমুল বারি রাজীব। তিনি চলচ্চিত্রে রাজীব বলে পরিচিত। অত্যন্ত গুনি এক অভিনয় শিল্পী। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের জৌলুস লগ্নে, যে কজন মানুষের অবদান উল্লেখ করতেই হয়, তাঁদের একজন রাজীব।

[৩] আজ তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনয় শিল্পী। রাজীব ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহবায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এক বিবৃতিতে আজ তাঁর আত্নার মাগফেরাত কামনা করেছেন। জাসাসের আয়োজনে দেশে ও মালয়েশিয়াসহ দেশের বাইরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

[৪] রাজীব অভিনেতা, প্রযোজক এবং পরিবেশক ছিলেন। সারা বাংলাদেশেই ছিলো তাঁর জনপ্রিয়তা। অভিনয় করেছেন প্রায় চারশত ছবিতে। নায়ক হয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও পরবর্তীতে তিনি জনপ্রিয় হয়েছিলেন খল চরিত্রে অভিনয় করে। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৪ বার। এ ছাড়াও বাচসাস, বিসিআরএ সহ পেয়েছেন আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়