রাশিদুল ইসলাম : [২] ইরানের জাতীয় সংসদের জ্বালানী বিষয়ক কমিশনের সদস্য সাইয়্যেদ মুসা মোসাভি বলেছেন, তার দেশের তেল বিক্রির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর ফলে সামনের দিনগুলোতে তেল রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। পারসটুডে
[৩] এদিকে ইরান থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমদানিকারক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে সপ্তম রাউন্ডের আলোচনা হতে যাচ্ছে তখন জো বাইডেন এই আহ্বান জানালেন। এবারের আলোচনায় মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেবে ইরান।