খালিদ আহমেদ: [২] ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর জানিয়েছেন, আফগানিস্তানে শিশুদের বিয়ে দেওয়ার হার চরম আকার ধারণ করেছে
[৩] তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের আগে ২০১৮ ও ২০১৯ সালে শুধু হেরাত ও বাঘদিস প্রদেশেই ১৮৩টি বাল্য বিবাহ ও ১০টি শিশু বিক্রির ঘটনা লিপিবদ্ধ করেছে ইউনিসেফ। এসব শিশুদের বয়স ছয় মাস থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে ইউনিসেফ।
[৪] ইউনিসেফের ধারণা, ১৫ থেকে ৪৯ বছর বয়সী ২৮ শতাংশ আফগান নারীরই ১৮ বছরের আগে বিয়ে হয়েছে।
[৫] করোনা পরিস্থিতি, চলমান খাদ্য সংকট ও আসন্ন শীতকাল ধুঁকতে থাকা আফগান পরিবারগুলোকে আরও ভয়াবহ সংকটে ফেলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
[৬] ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি আফগান পরিবারগুলোকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে এবং তারা শিশু শ্রম ও শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়ার মতো চরম উপায় বেছে নিতে বাধ্য হচ্ছে।