শিরোনাম
◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তানিয়া খাতুন (১৬)। পরিবারের লোকজন মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

[৩] তানিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের মেয়ে এবং ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষার্থী।

[৪] শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের তাদের একটি মুরগির খামারে এ দুর্ঘটনাটি ঘটে। তানিয়ার ভাই রনি বলেন, শুক্রবার দুপুরে আমাদের মুরগির খামারের কাজ করছিল। এ সময় খামারে বব্যবহিত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেনন। তবে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষনা করেন।

[৫] ধোপপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, তানিয়ার মৃত্যু একটা মর্মান্তিক ঘটনা। আমাদের বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

[৬] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে যায়। নিহতের পরিবারের অনুরোধে মরদেহ ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়