শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] এর আগে গত শনিবার করোনায় মৃতের সংখ্যা একজনে নেমে এসেছিলো। এটি ছিলো গত ১৯ মাসের মধ্যে করোনায় এক দিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।
[৩] বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একজনের মৃত্যুর পাশাপাশি নতুন ২৩৭ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়। আগের দিন করোনায় ২ জনের মৃত্যু হয়েছিলো, শনাক্ত হয়েছিলো ২৩৫ জনের।
[৪] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ২১ শতাংশ। আগের দিন এই হার ছিলো ১ দশমিক ৩১।
[৫] এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯০৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৩১ জন সুস্থ হয়েছেন।
[৬] বৃহস্পতিবার যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি পুরুষ। তিনি ঢাকা বিভাগের। বাকি সাত বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।
[৭] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।