রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বললেন গ্যাসোলিন থেকে রুটি সবকিছুর দাম বেড়েছে তাব ১.২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল পাশ হওয়ায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দেন। বাজারে পণ্য সরবরাহে ঘাটতিও দূর হবে বলে জানান বাইডেন।
[৩] পোর্ট অব বাল্টিমোরে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন এক দশকে সর্বোচ্চ প্রবৃদ্ধির হার, বেকারত্বের সবচেয়ে দ্রুত হ্রাস, মজুরি বাড়লেও মূল্যস্ফীতির বিষয়টি উদ্বেগজনক।
[৪] একদিন আগে যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগ জানায় গত অক্টোবরে মুদ্রাস্ফীতির হার ওঠে ৬.২ শতাংশে। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।
[৫] বাইডেন বলেন ক্রিসমাসের সামনে কেউ এক জোড়া স্নিকারস, বাইসাইকেল বা কোনো উপহার কিনতে যেয়ে উচ্চমূল্য দেখে তা কিনতে বিলম্ব করছেন বা আদৌ কিনছেন না।