রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএস কমবেশি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। সম্প্রতি আফগানিস্তানের কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় শতাধিক মানুষ হতাহত হয়। আরটি
[৩] বুধবার এক সাংবাদিক সম্মেলনে জবিউল্লাহ বলেন, আইএস বড় কোনো হুমকি নয়।
[৪] আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর ৬শ আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নারীও রয়েছেন।
[৫] জবিউল্লাহ দাবি করেন জনসমর্থন নেই বলে আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। তবে আইএসের বিরুদ্ধে তালিবানের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
[৬] ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠী পর্যুদস্ত হবার পর আফগানিস্তানে তারা তৎপর হয়ে উঠেছে। তালিবান ছাড়াও সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে আইএস হামলা চালিয়েছে।